একনজরে
একনজরে
জেলার নাম : নোয়াখালী
প্রকল্পের নাম : মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)
প্রকল্প মেয়াদ : ৬ মাস (প্রতি ফেইজ)
অর্থের উৎস : জিওবি
প্রকল্পের উদ্দেশ্য : জেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠীকে জীবনদক্ষতা ভিত্তিক
মৌলিক সাক্ষরতা প্রদান করা;
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে “ সবার জন্য শিক্ষা”র লক্ষ্যমাত্রা অর্জনের প্রেক্ষাপটে প্রণীত“জাতীয় কর্মপরিকল্পনা-২” এবং “ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা”-এর লক্ষ্যমাত্রা অর্জনসহ দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে অবদান রাখা;
উপজেলা,২য় পর্যায়: ০১ টি – সুবর্ন্চর উপজেলা)
মহিলা)
ফেইথ ওয়েলফেয়ার এসোসিয়েশন ( হাতিয়া উপজেলা)
মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত ১ম পর্যায়ে কবিরহাট ও হাতিয়া উপজেলায় ১৫-৪৫ বছর বয়সী নিরক্ষর নারী পুরুষ জরীপ করা হয়। এরপর কেন্দ্র স্থাপন, শিক্ষক/ শিক্ষিকা ও সুপারভাইজার নিয়োগ, মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ, শিক্ষক-সুপারভাইজার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের পাঠ্য বই আমাদের চেতনা (১ম ও ২য় খন্ড ) সহ কেন্দ্রের উপকরণ (ব্লাক বোর্ড, মাদুর,চক,ডাস্টার,খাতা কলম ইত্যাদি সরবরাহ পূর্ব্ক গত ১৯/১২/২০১৮খ্রিঃ তারিখে কবিরহাট উপজেলার ৩০০ টি সাক্ষরতা শিখনকেন্দ্রে এবং গত ২০/১২/২০১৮খ্রিঃ তারিখে হাতিয়া উপজেলার ৩০০ টি সাক্ষরতা শিখনকেন্দ্রে পাঠদান কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে তা অব্যাহত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস